• রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:৩৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যু সুরতহাল কেউ জানাচ্ছেন না ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ রোভার গ্রুপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন কিশোরগঞ্জে পুকুর রক্ষার দাবিতে মহিলা পরিষদ মানববন্ধন করেছে আস্থা-৯৩ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ ভৈরবে র‌্যাব ক্যাম্পে নারীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছে না, থানায় অপমৃত্যু মামলা নবীনগরে ডা. শাহ আলম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ভৈরবে মেঘনা লাইফের মৃত্যুদাবির চেক প্রদান “হেলমেট নাই যার তেল নাই তার” বাস্তবায়নে মাঠে নেমেছে ভৈরব হাইওয়ে পুলিশ ভৈরবে র‌্যাবের হাতে আটক নারীর মৃত্যু

কিশোরগঞ্জে পৌরসভা নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক

কিশোরগঞ্জ পৌরসভার রাকুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের সঙ্গে কথা বলছেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে পৌরসভা নির্বাচনে
ভোটার উপস্থিতি সন্তোষজনক

# মোস্তফা কামাল :-

আজ ১৬ জানুয়ারি শনিবার পৌর নির্বাচনের দ্বিতীয় ধাপে কিশোরগঞ্জের দু’টি পৌরসভায় ভোটার উপস্থিতি সন্তোষজনক দেখা গেছে। কিশোরগঞ্জ সদর ও কুলিয়ারচর পৌরসভায় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সদরে ব্যালটে, আর কুলিয়ারচরে ইভিএম দিয়ে ভোট গ্রহণ করা হচ্ছে। বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ পৌর এলাকার রাকুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে ৭টি বুথেই লম্বা লাইন। এসময় প্রিজাইডিং অফিসার সরকারি গুরুদয়াল কলেজের শিক্ষক ইমতিয়াজ তানভীর জানান, এই কেন্দ্রে মোট ভোটার আছেন ২ হাজার ৮৭৬ জন। সকাল ১০টার সময় ৮টি বই চলমান ছিল। তখন পর্যন্ত আনুমানিক ৬০০ ভোট কাস্ট হয়েছে। এটি কেবল পুরুষ ভোটারদের কেন্দ্র। অন্যদিকে সরকারি এসভি বালিকা বিদ্যালয় কেবল মহিলাদের ভোটকেন্দ্র। সেখানেও ভোটার উপস্থিতি সন্তোষজনক দেখা গেছে। এখানকার প্রিজাইডিং অফিসার সরকারি মহিলা কলেজের শিক্ষক মো. মোবারক হোসেন জানান, এই কেন্দ্রে মোট ভোটার আছেন ২ হাজার ৬৪৪ জন। বুথ আছে ৭টি। এখানে সকাল সোয়া ১০টার দিকে ৭টি ব্যালট বই চলমান ছিল। তখন পর্যন্ত আনুমানিক ৫০০ ভোট কাস্ট হয়েছে। সকাল থেকেই জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এবং রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলমসহ পদস্থ কর্মকর্তাগণ বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে বের হন। তারাও সকাল থেকে ভোটার উপস্থিতি ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে সন্তোষ প্রকাশ করেছেন। পুলিশ, র‌্যাব, এপিবিএন ও আনসারের পাশাপাশি বিজিবি মোতায়েন ছিল। পর্যাপ্ত সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও নিয়োজিত রয়েছেন।কিশোরগঞ্জ পৌরসভার এসভি বালিকা বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের লাইন। -পূর্বকণ্ঠ
কিশোরগঞ্জ সদর পৌরসভায় মেয়র পদে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। আওয়ামী লীগ থেকে বর্তমান মেয়র পারভেজ মিয়া, বিএনপি থেকে হাজী ইসরাইল মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে নজরুল ইসলাম, আর পিএনপি থেকে স্বপন মিয়া। এছাড়া সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৫৯ জন, আর সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভায় মোট ভোটার আছেন ৭১ হাজার ৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৪ হাজার ২৮৪ জন, আর মহিলা ভোটার ৩৬ হাজার ৭৯৯ জন। আর কেন্দ্র আছে ২৮টি।
অন্যদিকে কুলিয়ারচর পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দু’জন, আওয়ামী লীগের সৈয়দ হাসান সারওয়ার মহসিন এবং বিএনপির নূরুল মিল্লাত। সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৪১ জন, আর সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার আছেন ২৫ হাজার ১৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৬০০ জন, আর মহিলা ভোটার ১২ হাজার ৫৪৩ জন। ভোটকেন্দ্র আছে ১২টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *